(একজন বোনের পক্ষ হতে).
.
উস্তাজ আমি স্বপ্নে দেখি,আমি প্রেগনেন্ট৷ ওই অবস্থায় একজন উস্তাযার কাছে পড়তেছিলাম। ওনার আর আমার মধ্যে কি নিয়ে যেন কথা হচ্ছিলো। ওনারও একটা কন্যা সন্তান ছিলো৷ মেয়ে বাবুটার বয়স ৪/৫ বছর এমন। কি যে সুন্দর সে! সুবহানআল্লাহ! পুরো কাশ্মিরের মেয়েদের মতো৷ এতো সুন্দর টসটসে। গায়ের রংটাও এত্তো সুন্দর। হাসি-খুশি দেখতে৷
তো হুট করে জানালা দিয়ে ডায়নোসরের মতো বড় বড় জন্তু এসে ওই বাচ্চা মেয়েটাকে এটাক করতে চাচ্ছিলো৷ আমি নিজে বাচ্চা মেয়েটাকে কোলে নিয়ে বাঁচালাম। আলহামদুলিল্লাহ, ওর কোনো ক্ষতি হয়নি।