আমার বিবাহ হয় রিলেশন করে পারিবারিক ভাবে নয় । যখন তার বাসায় জানতে পারে তার মা আমাকে মেনে নেয় না । তার ছেলেকে অন্য জায়গায় বিয়ে দেয় । আমি নার্সিং এ জব করি সেখানেই থাকি । আমার স্বামী আমাকে কোনো প্রকার ভরন পোষন দেয় না এবং কথাও বলে না । তাদেরকে আমরা পরিবার জিজ্ঞাসা করেছিল যে আপনি কি হেনা কে তালাক দিয়েছেন সে বলে দিয়েছি । এমনতো অবস্থায় আমার পরিবার তাদের কাছে তালাক নামা চায় কিন্তু সে দিতে অস্বীকার করে।
১/ এমতো অবস্থায় কি চেয়ারম্যান এবং পুলিশ কে সাথে নিয়ে ছেলেকে উপস্থিত করে তালাক নামাতে সাইন করে নিলে তালাক হবে ?
২/ জোর জবরদস্তি করে বা ভয় দেখিয়ে তালাক নিলে নাকি তালাক হয় না । কি ধরনের জোরজবরদস্তি করলে তালাক হয় না ? চেয়ারম্যান এবং পুলিশ কে সাথে নিয়ে ছেলেকে উপস্থিত করালে কি জোরজবরদস্তি বা ভয় দেখানো হবে ??