আস্সালামু আলাইকুম উস্তাদ। অনেকদিন থেকে প্রশ্ন করবো করবো করে করা হয় নাই। এখন ভীষণ মন খারাপ তাই প্রশ্ন করতে এসেছি।
উস্তাদ বর্তমানে অধিকাংশ মেয়েই অবিবাহিত অথবা বলা চলে ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা অনেক বেশি। বাজার, মার্কেট, হাসপাতালে এমনি জনসংখ্যার জরীপের মধ্যেও মেয়েদের সংখ্যা অনেক বেশী। ম্যাট্রিমনি গুলোতেও দেখা যায় ছেলেদের চেয়ে মেয়েদের বায়োডাটা অনেক বেশী। এর অন্যতম কারণ কি হতে পারে?
একটা হাদীস আছে শেষ যামানার ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা অনেক বেশি হবে। বর্তমানে বিশ্বের দিকে তাকালেও বুঝা যায় আমরা শেষ যানানায় অবস্থান করছি।
যদি তাই হয় তাহলে আমরা যারা অবিবাহিত, সর্বোচ্চ চেষ্টা করি দ্বীন প্রেকটিস করার তাদের করণীয় কি হতে পারে?
ফেতনার যানানায় কিভাবে নিজের ঈমান, চরিত্র ধরে রাখবো?
শেষ যামানায় তো দাজ্জালের অনুসারী হবে বেশিরভাগ মেয়েরা, এক্ষেত্রে আমরা মেয়েরা কিভাবে নিজেকে হেফাজাত করবো?
অনেক বাবা মা আছেন তারা ছেলে মেয়েদের বিবাহের ব্যাপারে বড্ড উদাসীন, এক্ষেত্রে আমাদের কি করণীয়?
যদি আমাদের বিয়ে না হয়, তাহলে বাকি জীবন আমরা কিভাবে থাকবো? বয়স যতো বাড়বে, একাকিত্ব ততো দীর্ঘ হবে, জীবনসঙ্গী আর সন্তান-সন্ততির জন্য বুক হাহাকার করবে। এক্ষেত্রে আমরা অবিবাহিত রা কি করতে পারি?