আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আশা করছি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আমি কাতার এয়ারলাইন্স গ্রুপ এর স্টোরকিপার এর জব অফার পাই। তারা ফর্মে মদ এবং তামাক এর সাথে কাজ করতে পারব কিনা জিজ্ঞেস করলে আমি তাতে হ্যা উত্তর দেই, এই ভেবে যে স্টোরিং এর ক্ষেত্রে মদ এবং তামাক থেকে অন্য বস্তু বা পণ্যই বেশি থাকবে পাশাপাশি হয়তো মদ থাকতে পারে। এখন আমি জানতে চাচ্ছি যে,
মদ এবং তামাকজাত দ্রব্যের সাথে জড়িত থাকলে কি বিমান সংস্থায় স্টোরকিপার হিসেবে কাজ করা হালাল হবে?
জাযাকাল্লাহু খাইরান।