১। আমি এর আগে বাজারে পাওয়া চকলেটগুলো হালাল কিনা এই ব্যাপারে প্রশ্ন করেছিলাম। আমাকে জবাব দেয়া হয়েছিল যে, হারাম হবার প্রমাণ পাবার আগ পর্যন্ত বাজারের চকলেট খাওয়া হালাল হবে। এক্ষেত্রে আমার আরেকটি প্রশ্ন আছে:
চকলেটের উপাদানগুলো নেটে সার্চ করে বা AI ব্যবহার করেও হালাল না হারাম জানা সম্ভব হতে পারে। তবে সেটা নিশ্চিত না, বিশেষ করে AI এর ক্ষেত্রে। আর সার্চ করে জানা একটু কষ্টসাধ্য ব্যাপার, সেক্ষেত্রেও পুরো নিশ্চিত হওয়া যায় না ভাল সাইট না পেলে। খাওয়ার আগে সবসময় এভাবে হালাল না হারাম যাচাই করা কি ফরজ হবে আমাদের জন্য? এটা না করে খেলে এবং পরে হারাম থেকে থাকলে কি গুনাহগার হব?
২। আমি আরেকটি প্রশ্ন করেছিলাম হারাম সম্ভাবনাময় মাল থেকে হাদিয়া গ্রহণ প্রসঙ্গে। জবাব পেয়েছি, হারাম সম্ভাবনাময় মাল হাদিয়া হিসেবে গ্রহন করা আমার জন্য জায়েয হবে না। তবে ঘটনা হচ্ছে, রাউটারটি আমি হাদিয়া নেইনি। নিয়েছেন অন্য একজন। তবে রাউটারটি আমার ব্যবহার করতে হয় মাঝে মাঝে। এই রাউটার দিয়ে ইন্টারনেট চালালে কি আমার গুনাহ হবে? যিনি লাগিয়েছেন, তিনি আমাকে রাউটার এবং এটা দিয়ে নেট চালানোর জন্য ডিভাইস সেটআপ করে দিতে বলেছেন। সেটা করে দিলে কি আমি গুনাহগার হব?