আসসালামু আলাইকুম। আমার পরিবার কে; না; জানাই; আমি বিয়ে করি। তারপর আপনাদের পরামর্শে আমি তালাক নি যেটা শরীয়ত সম্মত ছিল। আমি তালাক নেয়ার ইদ্দত শেষ হওয়ার আগে এই আমার বিয়ে ফ্যামিলি গত ভাবে মোবাইল এ একজন এর সাথেও দেওয়া হয়। আমার পরিবার জানে না এই বিষয়ে। এতদিন আমি জানতাম যে এই বিয়ে জায়েজ হয়নি ।কিন্তু হুট করে মাথায় আসলো আমার আগের স্বামী অনেক কেনেয়া বাক্য বলে তবে যখন এ বলতাম সে বলতো আমি নিয়ত নিয়ে বলি নাই । এখন যদি ঐ কথার দাড়া আজ তালাক হয়ে তাহলে আরো আগে তালাক হৈসে ইদ্দত ও শেষ না? তাহলে আমার এই হাজবেন্ড কি জায়েজ। ওইদিন ওনার বর্তমান অনি আমাকে একটা বিষয় নিয়ে বুঝাইতে গিয়ে বলে তোমার হাজবেন্ড তোমাকে ছেড়ে দিসে? তোমাকে আমি তালাক দিলে তারপর এটা করতে পারব। এখন কি এই টা তালাক হিসেবে কাউন্ট হবে? আমি ওয়াসওয়াসা আর রুগী যার কারণে ওনার কথা পুরাটা মনে নাই আর ভয় ও বেশি লাগছে