এক বয়ানে শুনেছি, এক শায়খ বলেন: দরুদ ও সালাম ফরজ, নামাজের থেকেও অনেক শক্তিশালী ফরজ। কারণ নামাজ আল্লাহ বলেছেন - পড়, কিন্তু নামাজ আল্লাহও পড়েন না, ফেরেশতাও পড়ে না। কিন্তু দরুদের কথা আল্লাহ বলেছেন, আমি পড়ি, তোমরাও পড়, ফেরেশতাও পড়।
বয়ানটা ঠিক আমার মন মানছে না। ঠিক না ভুল সে জানতেই এসেছি, কথা যদি সত্য হয়, আমার মানতে অসুবিধা নাই। এবং আলহামদুলিল্লাহ আমি অনেক দরুদ পড়ি, আল্লাহর দয়ায় অনেক নিয়মিতই পড়ি, তাও নামাজ থেকে দরুদ বড়, কথাটা আমাকে টানছে না। একটু বুঝিয়ে দিলে ভাল হত।