আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
12 views
ago in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (15 points)
আসসালামু আলাইকুম।
সন্তান জন্মের পরপরই বাচ্চাকে গোসল করানো কি সুন্নাহ? অনেকে বলেন বাচ্চা যেহেতু জন্মের পর নাপাক থাকে, তাই তাড়াতাড়ি গোসল করাতে হবে। এ ব্যাপারে শরয়ী কোনো দিকনির্দেশনা থাকলে জানাবেন মিন ফাদ্বলিক

1 Answer

0 votes
ago by (678,540 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

হাদীস শরীফে এসেছেঃ- 

«أَنَّ النَّبِيَّ ﷺ أَمَرَ أَنْ يُغْسَلَ الْغُلَامُ يَوْمَ سَابِعِهِ، وَيُسَمَّى»
(سُنن البيهقي الكبرى 9/303)

তরজমা:
“নবী ﷺ নির্দেশ দিয়েছেন যে, নবজাতককে সপ্তম দিনে গোসল করানো ও নামকরণ করা হোক।”

সামুরা ইবন জুন্দুব (রা.) বলেন:
“রাসূলুল্লাহ ﷺ নবজাতক ছেলেকে আকীকার দিন গোসল করানোর নির্দেশ দিতেন।”
(সুনান আবু দাউদ, হাদিস 2847; সনদ হাসান)

ইমাম মালেক (رحمه الله) এর মুয়াত্তায় এসেছে:

 عَنْ نَافِعٍ: أَنَّ ابْنَ عُمَرَ كَانَ إِذَا وُلِدَ لَهُ وَلَدٌ غَسَلَهُ يَوْمَ سَابِعِهِ وَحَلَقَ رَأْسَهُ

তরজমা:
“যখন ইবন উমর (রাঃ)-এর ঘরে শিশু জন্মাতো, তিনি সপ্তম দিনে তাকে গোসল করাতেন এবং মাথা মুন্ডন করতেন।”
(মুয়াত্তা মালিক, باب ما جاء في العقيقة)

সাহাবিদের আমল থেকেও বোঝা যায় যে সপ্তম দিনে গোসল করানো মুস্তাহাব।

“জন্মের পর নবজাতক রক্ত ও নোংরার কারণে নাপাক অবস্থায় থাকে, তাই তাকে গোসল করানো মুস্তাহাব।”
(রদ্দুল মুখতার, 5/276)

“নবজাতক জন্মের পর গোসল করানো উত্তম, আর সপ্তম দিনে আকীকার সময় আবার গোসল করানো মুস্তাহাব।”
(আল-ফাতাওয়া আল-হিন্দিয়্যা, 5/354)

ইমাম নাওয়াবী (রহ.) বলেন:
“নবজাতককে জন্মের পর গোসল করানো মুস্তাহাব; এতে তার শরীর পরিস্কার হয়।”
(আল-মাজমু', 8/431)

উত্তম হলো নবজাতক শিশুকে গোসল করানোর পর তার কানে আযান ও ইকামত বলা। 

তবে, যদি শিশুকে গোসল করানোর আগে তার কানে আযান ও ইকামত বলা হয়, তাহলে সুন্নাত আদায় হবে, তবে এটি উত্তমের পরিপন্থী।

এবং গোসলের পরে আযান ও ইকামত পুনরাবৃত্তি করার কোন প্রয়োজন নেই।

এছাড়াও, যদি অসুস্থতার কারণে শিশুকে গোসল করানো চিকিৎসাগতভাবে ক্ষতিকর হয়, তাহলে ময়লা (রক্ত ইত্যাদি) পরিষ্কার করার পরে আযান ও ইকামত বলা উচিত এবং গোসলের কারণে আযান ও ইকামত বিলম্বিত করা উচিত নয়।

ফাতাওয়ায়ে মাহমুদিয়ায় বলা হয়েছে:

নবজাতক শিশুকে গোসল করানো এবং পবিত্র করার পরে তার কানে আযান ও ইকামত বলা উত্তম এবং উত্তম।

(ফাতওয়ায়ে মাহমুদিয়াহ ৫ম খণ্ড, প্রশ্ন নং ২২৫৬, পৃ. ৪৫৭, ইদারায়ে-ফারুক)

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
জন্মের পর ময়লা পরিষ্কার করার জন্য গোসল করানো মুস্তাহাব, বাধ্যতামূলক নয়।

কেউ যদি গোসল না করায়,সেক্ষেত্রেও সমস্যা নেই।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...