আসসালামু আলাইকুম
জনাব, আমি ফরজ গোসলের উদ্দেশ্যে ফরজ গোসলের পূর্বে ওযু করছিলাম। ওযুর মধ্যে নাকে তিনবার পানি দেয়ার পরপরই আমার মনে হয়েছে যে, নাক সঠিকভাবে পরিষ্কার হয়নি। যেহেতু তিনবার অলরেডি নাক পরিষ্কার করে ফেলেছিলাম, তাই চতুর্থ বার না করে ওযুর বাকি অংশ সম্পন্ন করেছিলাম। এরপর গোসল শুরু করে, গোসলের মাঝে নাক তিনবার পরিষ্কার করেছিলাম সঠিকভাবে। এতে কি আমার ফরজ গোসল সম্পন্ন হয়েছে?
নাপাক কাপড় বালতিতে চুবিয়েছিলাম। প্রথমবার নিঙড়ানোর পর দ্বিতীয় বার আবার বালতিতে রাখছিলাম। তো দ্বিতীয়বার নিঙড়ানোর উদ্দেশ্যে বালতি থেকে উঠানোর সময়, ওই ভেজা কাপড় ট্যাপের মুখে লাগে। তো আমি ট্যাপ পরিষ্কার না করেই, দ্বিতীয়বার কাপড় নিঙড়ানোর পর, তৃতীয়বার ধোয়ার উদ্দেশ্যে ট্যাপ ছাড়ি। যেহেতু দ্বিতীয়বারের সময় ভেজা কাপড় ট্যাপের মুখে লেগেছিল, সেক্ষেত্রে কি ট্যাপ অপবিত্র হয়েছিল? ট্যাপ পরিষ্কার না করেই তৃতীয়বার যেহেতু কাপড় ধুয়েছিলাম, এতে করে কি আমার কাপড় পরিষ্কার (পবিত্র) হয়েছে নাকি পুনরায় অপবিত্র হয়ে গেছে?