আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
আমার মায়ের বয়স ৫৫ বছর।সে অনেক বছর আগে কুরআন শিখেছেন।তার কুরআন পড়াতে অনেক ভুল হয়।অনেক হরফ ছুটে যায়।আমি পাশে থেকে সঠিকটা কয়েকবার বলে দিলেও সে শুদ্ধ করতে পারছে না।
এ অবস্থায় সে যতটুকু পারছে অনেক ভুলসহ কুরআন তেলাওয়াত করছে।তাকে কি বাধা দেওয়া উচিৎ নাকি তার সার্মথ্যের উপর ছেড়ে দেওয়া উচিৎ?
তাকে কি বললো আম্মু আপনার অনেক ভুল হচ্ছে আপনি কুরআন তেলাওয়াত কইরেন না আর।নাকি তাকে পড়তে দেওয়া উচিৎ ভুলসহ?