আসসালামু আলাইকুম
আমার পিরিয়ড হয় গত মাসের ১৪ তারিখ প্রায় ৮ দিন ব্লিডিং হয়। আমি নমাজ পড়ি ২২ তারিখ থেকে।
এখন আমার ১ তারিখ থেকে ব্রিডিং হচ্ছে, হালকা রক্ত যাচ্ছিল। কিন্তু এখন বেশি ব্লিডিং। হায়েজের মতো। ১৪ তারিখের পর আম্মু আমাকে ডাক্টারের কাছে নিয়ে যান ব্লিডিং বেশি হয় না বলে। ঔষুধ খাওয়ার পর ৮ দিন ব্লিডিং হয়েছে।
এখনো ঔষুধ খাচ্ছি
কিন্তু আবার ১ তারিখ থেকে। যদি ঔষধ খাওয়ার পর এরকম হচ্ছে। এটা কী হায়েজ ধরতে নাকি ইস্তেহাযা।
এর আগে এরক হয়নি।
আমি বুঝতে পারছি না হায়েজ নাকি ইস্তেহাযা।আমি কী নামাজ পড়বো?