১।ইউনিলিভারের পন্য নাকি ইসরায়েলি।তহ ত্বকের ভালোর জন্য কিছু ক্রিম ব্যবহার করা হয়, অন্য গুলো আরো দামি প্রায় ২-৩ গুণ তাই এসব কি ব্যবহার করা যাবে?
২।পড়ালেখা বা চাকরির পড়াশোনার উদ্দেশ্যে কোন পড়ালেখা যেমন ওয়েবসাইট ডিজাইন ও ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে মেসেঞ্জার এপ বানানোর ক্ষেত্রে কোন ছবি বা নাম ছবি মুসলিমের নাম হিন্দুর বা ছবি হিন্দুর নাম মুসলিমের এমন হলে কি কোন সমস্যা হয় প্রেকটিসের ক্ষেত্রে?
আবার কেউ যদি এমন করে নিজের ছবি কিন্তু নাম দিছে হিন্দুর বা ছবি হিন্দুর নাম দিছে নিজের কাজ কমানো বা practice এর জন্য নিজেকে হিন্দু বা অমুসলিম হিসেবে পরিচয় দেওয়া না।তাড়াতাড়ি বা কাজ কমানো আর শুধু practice এর জন্য এমন করে তাহলে কি কোন সমস্যা হয় ঈমানের?ভবিষ্যতেও যদি practice এর উদ্দেশ্যে কেউ করে তাহলে কি কোন সমস্যা হয়? আকীদা ঠিক থাকলে?