আসসালামু আলাইকুম
ঝগড়ার সময় হাসবেন্ড রাগ করে বলসে যে,"আমার সাথে না পোষাইলে চলে যাও" এর উত্তরে ওয়াইফ কি বলসে মনে নাই,সম্ভবত বলসে যে পোষাচ্ছে না।ওয়াইফ নিজে তালাক গ্রহণ এর নিয়তে বলেনাই কোনোদিন।
হাসবেন্ড ও নাকি তালাকের নিয়তে বলে নাই। শুধু রাগের মাথায় রাগ উঠসে দেখে বলসেন,এতো কিছু ভাবেন নাই।
এখানে কি বিয়েতে সমস্যা হবে??