১।হুজুর শশুর পুএ বধুকে কাম ভাব বিয়ে চুম্মন করল কিন্তু সহবাস করে নাই এতে করে কি বউ হারাম হবে যাবে?
২।শাশুড়িকে জামাই কামভাব নিয়ে স্পর্শ করল কিন্তু সহবাস করবে না এতেও কি হারাম হয়ে যাবে?
আমাকে একজিন মুফতি বলেছে শশুড় কাম ভাব নিয়ে স্পর্শ করলে হারাম হবেনা সহবাস করতে হবে কিন্তু শাশুড়িকে কাম ভাব নিয়ে স্পর্শ করলে হারাম হয়ে যাবে।তাই দলিল দিবেন