আসসালামু ওয়ালাইকুম । আমার দাদি আজকে প্রাই ,৫/৬ বছর ধরে অসুস্থ । নামায রোজা কিছুই রাখতে পারেন না । এতদিন ওনার বাথরুম ধরলে বলতে পারতেন , তখন আমি আর আম্মু মিলে ধরে বাথরুম এ নিয়ে বা রুম এ চেয়ার এর মত বাথরুম এ বসাতে পারতাম । এখন গত ১/২ বছর ধরে , উনি একদম ও বলতে পারেন না। হাঁটতেও পারেন না । উনি এখন খাটে পেশাব পাইখানা করে দেন। এইজন্য আমার আব্বুর ও সাহায্য দরকার পরে। দাদি একদম গায়ের জোর নাই। এখন আমি আর আম্মু মিলে পারি না । মাঝে মাঝে এতই খারাপ অবস্থা হই, দাদুর গায়ে জামা থাকে না। তখন আব্বু কেও আমাদের হেল্প করা লাগে। আমি জততুক পারি ঢাকার । দাদি পাইখানা করলে ৩/৪ বার করে দিনে। উনাকে খাওয়াই দিতে হই, কোন সেন্স কাজ করে না অনার । এখন আমাদের , আমার আব্বুর কি গুনাহ হবে? আমার দাদুর কি গুনাহ হবে? আব্বুর হেল্প ছাড়া আমার আর আম্মুর কষ্ট হয়ে যাই। কারন আমার আম্মু ও অসুস্থ। এখন আমাদের করনীয় কি ?