আসসালামু 'আলাইকুম,
১.ইসলামে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে বলা হয়, আমি চেষ্টা করি আলহামদুলিল্লাহ, কিন্তু এইকারণে অনেক কষ্টের সম্মুখীন হতে হয়, আত্মীয়তার সম্পর্ক রক্ষার ক্ষেত্রে লিমিট টা কেমন হবে একটু যদি বলতেন। সালাম দেয়া, দেখা হবে কথা বার্তা বলা এতটুকুতেই সীমাবদ্ধ রাখা যায় না কি??
২. কিছু কিছু আত্মীয় দীন পালনের জন্য হুমকি স্বরূপ। আমার মামাতো বোন, মামাতো দুই ভাই, আর মামাতো বোনের স্বামী সবচেয়ে বেশি প্রতিবন্ধকতা তৈরী করে। আমার লেবাস নিয়ে কটূক্তি করে ইসলাম বিদ্বেষ আছে, আমাকে জামাতি জঙ্গি ও বলেছে সামনাসামনি। ওরা তো আমার রক্তের কেউ না, ওদের সাথে সম্পর্ক রাখার কি জরুরত আছে? আমি আল্লাহ র কাছে দুআ করেছি এদের থেকে আল্লাহ যেন দূরে রাখেন, আমি কি ভুল কিছু করেছি? উল্লেখ্য যে এরা আসলে আমার পর্দার ব্যাঘাত ঘটে। কষ্ট করে পর্দা মেইনটেইন করতে হয়।
৩. আমার মায়ের মামারা আমার পর্দার জন্য বাঁকা চোখে তাকায়, কটূক্তি করে। তাড়া তো রক্তের কেউ না, তাঁদের সাথে মেশার লিমিটেশন কেমন হবে।
৪. মা বাবা যদি জালিমের সমর্থক হয়, ইসলাম বিদ্বেষী হয়, সন্তান হিসেবে আমার করণীয় কি। আমার কথা তারা বুঝতে চান না, বরং আমি কিছু বলার আগেই আমাকে ঝাড়ি মেরে থামিয়ে দেয়া হয়। মাঝে মাঝে ধৈর্য ধরতেও কষ্ট হয়। আবার চুপ করে থাকতেও পারি না মাঝে মাঝে। আমাকে যদি বলার আগেই থামিয়ে দেয়া হয় তাহলে আমি দাওয়াহ টা দিব কিভাবে।আবার বললে ঝামেলা হয় বাসায় অনেক, কি করবো কোনদিকে যাব কিছুই জানি না, পরামর্শ চাই।