❓এক বোনের প্রশ্ন:
মেয়েটি এক ছেলের সঙ্গে কথা বলতো। ছেলেটি মেয়েটিকে ভালোবাসার কথা বলত, কিন্তু আমার তার প্রতি মেয়েটির কোনো ভালোবাসা বা টান ছিল না। এজন্য আমি তাকে বহুবার বোঝানোর চেষ্টা করেছেএমনকি হাদিস দেখিয়েও বুঝিয়েছে যেন সে তার সঙ্গে কথা না বলে। 5/6 বছর আগে ছেলেটি বলেছিলো। কিন্তু মেয়েটা হারাম জন্য বার বার ইগনোর করেছিলো। মেয়েটি পপরিপূর্ণ পর্দা করতো।হারাম হালাল যতটুকু পারা যায় মেইনটেইন করতো। কিন্তু 2/1 মাস হলো ছেলেটি আবার কথা বলা শুরু করেছিলো। কিন্তু মেয়েটি রাজি হচ্ছিল না। বার বার বলতো কথা না বলতে।
একদিন ছেলেটি বলল, দেখা করে কথা বলতে চায়। মেয়েটি ভেবেছিলাম দেখা করে শেষবার সবরকম যোগাযোগ বন্ধ করবো। কিন্তু দেখা করার পর ছেলেটা মেয়েটাকে ছুয়ে দেয়। তখন মেয়েটা যেন অনুভূতিহীন হয়ে যায়—রোবটের মতো হয়ে যায়, না ভালো লাগছিল, না খারাপ লাগছিল, কিছুই বুঝছিলো না।
সেখানে থেকে চলে আসার পরই তার খেয়াল হয় যে এটা তো গুনাহ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে তওবা করে। অথচ তার কোনো খারাপ ইচ্ছা বা নিয়ত ছিল না।
তারপরও তাকে বহুবার বলে তার সঙ্গে যেন কথা না বলে কিন্তু ছেলেটা বারবার যোগাযোগ করেছে। মেয়েটি তখনও বার বার নিষেধ করতোই। অনেকদিন পর ছেলেটি আবার বলল দেখা করলে সে বদলে যাবে। মেয়েটি প্রথমে রাজি হয় না। পরে রাজি হয় এটা ভেবে যে হয়তো সে সত্যি বদলাতে চাচ্ছে, তাই শেষবার দেখা করবো। কিন্তু দেখা করার পরও সে একই কাজ করে। আর সে মেয়েটির ফোন থেকে তার ছবি পর্যন্ত দেখে নেয়, অথচ সে প্রতিশ্রুতি দিয়েছিল যে মেয়েটিকে সে ছুবে না। কিন্তু একাজ সে আবার করে। মেয়েটি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য দেখা করে এসব হারাম কথোপকথন শেষ করতে চেয়েছিলো। কিন্তু হলো উলটা। মেয়েটা এটা সহ্য করতে পারছে না। এরকম ইনটেনশন তো ছিলো না। সে দেখা করতে যাওয়ার আগেও আল্লাহর কাছে সাহায্য চেয়েছে যেন বিষয়টা এখানেই শেষ হয়। সে আল্লাহকে হারাতে চায় নি।
এখন মেয়েটার করণীয় কি। মেয়েটাকি অপবিত্র হয়ে গেছে? সে কি বিয়ের পর তার স্বামীর উত্তম স্ত্রী হতে পারবে না?