আমরা দুই বোন এক ভাই। বড় মেয়ে হিসেবে আমাকে বাবা বিয়ের পর ঢাকাকে একটা জমি কিনে দেয় তাহলে আমি কি পরবতী তে পৈতৃক সম্পত্তি কম নিবো? তখন বাবার অনেক বেশি ইনকাম ছিলো। এখনো আছে তবে আগের তুলনায় কম। আমি চাইনা কোন ভাবে ভাই বোনদের হক নস্ট হোক। বাবা বলে ওটা আমার উপহার ছিলো,পৈতৃক সম্পত্তি আলাদা বিষয়।