আমরা জানি, ইউটিউব ও ফেসবুকের মনিটাইজেশনের অর্থ সাধারণত বিজ্ঞাপন (Ads) থেকে আসে। যেহেতু এই বিজ্ঞাপনগুলিতে প্রায়শই শরীয়ত-বিরোধী এবং হারাম বিষয়বস্তু (যেমন: অশ্লীলতা, হারাম পণ্যের প্রচার ইত্যাদি) থাকে, তাই বিভিন্ন আলিমগন বলেছেন এই প্ল্যাটফর্মগুলো থেকে উপার্জিত অর্থ গ্রহণ করা হালাল হবে না।
তবে বর্তমানে কেউ তার চ্যানেল বা পেজে মনিটাইজেশন চালু না করলেও ইউটিউব এবং ফেসবুক কর্তৃপক্ষ তার ভিডিওতে বিজ্ঞাপন প্রদর্শন করবেই, এবং এর জন্য চ্যানেল বা পেজের মালিক কোনো অর্থ পাবেন না।
দ্বিতীয়ত, এটি ত নিশ্চিত যে ইউটিউব ও ফেসবুকের মতো প্ল্যাটফর্মগুলো হারবি কোম্পানির অন্তর্ভুক্ত। ফিকহের মূলনীতি অনুসারে, মুসলিমরা হারবিদের কাছ থেকে প্রতারণা, সুদ বা ঘুষের মতো হারাম পন্থা অবলম্বন করা ছাড়া যেকোনো উপায়ে তাদের সম্পদ গ্রহণ করতে পারে।
এমতাবস্থায়, যদি চ্যানেল/পেজের কন্টেন্ট শরীয়তসম্মত ও হালাল হয় এবং যেহেতু টাকা না নিলেও বিজ্ঞাপন বন্ধ করা সম্ভব নয়— এই পরিস্থিতিতে:
ইউটিউব ও ফেসবুকের মনিটাইজেশনের মাধ্যমে উপার্জিত অর্থ গ্রহণ করা হালাল হবে কি না?