ইসলামে নীতিমতে একটি কবরের উপর আরেকটি কবর দেওয়া বৈধ নয়।
তবে এর কিছু ব্যতিক্রম বিশেষ পরিস্থিতিতে আছে।
নবী করীম (সা:) বলেছেন, মৃত ব্যক্তির হাড় ভাঙা যেমন জীবিত অবস্থায় ভাঙার মতো , তেমনি কবর খনন করে অন্য কাউকে সেখানে দাফন করাও নিষিদ্ধ। তাই যাদের জমি আছে, তাদের এক কবরের উপর আরেকটি কবর দেয়া নিষিদ্ধ। (আবু দাউদ, ইবনে মাজাহ)
যেমন যুদ্ধা অবস্থা, প্রাকৃতিক দুর্যোগ , তখন ২৫ বৎসরের উর্ধে পুরনো কবর এবং মৃতদেহ মাটির সাথে মিশে গেলে তখন সেখানে অন্যকে দাফন করা যায়। যুদ্ধক্ষেত্রে একাধিক শহীদকে এক কবরে দাফন করার প্রমাণ আছে। যেমন উহুদের যুদ্ধ। এটি ছিল জরুরি পরিস্থিতি।
সাধারণত শুধু পিতা,মাতা ও ভাইয়ের কবরের উপর কবর দেয়া যায়। কিন্ত শ্বশুর বা শ্বাশুড়ির কবরের উপর জামাতার কবর দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। সর্টকাট করার এই নিষিদ্ধ কাজে যে বা যারা সহায়তা করেছে তারা গুনাহগার।