আসসালামু আলাইকুম। টাকার বিনিময়ে কি তাওয়াফ করানো যায়? এটা কি সহীহ হয়? মক্কায় কিছু বাংলাদেশি কর্মী কিংবা ওখানে থাকে মানে তারা কাবা ঘরের আশেপাশে থাকে এমন বাংলাদেশি কেউ কেউ টাকার বিনিময়ে বাংলাদেশে থাকা অনেকের পক্ষ থেকে তাওয়াফ করে এটা কি সহীহ হয়? যার পক্ষ থেকে করে তার কি আদৌ সওয়াব হয়? আর যে করে সে কি গুনাহগার হয় নাকি সে ঠিক করতেছে? দয়া করে জানাবেন কি ?