ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
কুরআনে সাত স্থানে সাতটি সালাম শব্দ আছে। এগুলোকেই ‘সাত সালাম’ বলা হয়। আয়াত সমূহ হল:
১) সূরা ইয়াসিন এর ৫৮ নং আয়াত।
২) সূরা সাফফাত এর ৭৯ নং আয়াত।
৩) সূরা সাফফাত এর ১০৯ নং আয়াত।
৪) সূরা সাফফাত এর ১২০ নং আয়াত।
৫) সূরা সাফফাত এর ১৩০ নং আয়াত।
৬) সূরা ফুরকান এর ৬৩ নং আয়াত।
৭) এবং সূরা কদর এর ৫ নং আয়াত।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
এই সাত সালাম পড়ার বিশেষ কোনো ফযিলত হাদীসের কিতাবাদিতে পাওয়া যায়নি।