একটি সামাজিক আছে সেখানে join হওয়া আমার জন্য হালাল হবে কি?
•এটি একটি সামাজিক সংগঠন বিভিন্ন সামাজিক কাজ, পাঠচক্র, আরো কার্যক্রম আছে।
•এখানে যারা মেম্বার হিসেবে জইন করেন মাসে একটা ছোট amount টাকা তারা দেন (কারো কারো ক্ষেত্রে ব্যতিক্রম কিনা জানিনা) ২৫০ এর আশেপাশে।
•আবার তারা ফেসবুকে পোস্ট দেন। নাম্বার দিয়ে দেন। মানে যার ইচ্ছা দান করার সুযোগ থাকে।
আবার শুভাকাঙ্খী হিসেবেও জইন করার সুযোগ আছে টাকা দিয়ে সাহায্য করার সুযোগ আছে।
সেই সংগঠনের এক ভাইয়ের সাথে কথা হলো তিনি জানিয়েছিলেন লেখা আছে হারাম টাকা যেনো না দেওয়া হয় মানে হারাম টাকার দান উনারা নিতে চান না।
•তবে ফেসবুকে ডোনেশনের জন্য একটা পোস্ট করেছিলেন। ওইটা ফরম না পোস্ট ছিল। নাম্বার দেওয়া ছিল হারাম টাকা দেয়া থেকে মানুষকে বিরত রাখার জন্য কিছু লেখা ছিল না ।
(১) যেই দান গুলো উনারা জানিয়ে নেন যে হারাম টাকা উনারা চান না। যদি কেউ হারাম টাকা দেয় এবং বিকাশে পাঠানোর কারণে জানার সুযোগও যদি না থাকে হালাল না হারাম টাকা টা তাহলে সেটা তারা ব্যবহার করতে পারবেন?
(২) আর যেই টাকাগুলো ফেসবুকে যেহেতু ডোনেশন এর জন্য পোস্ট করে সেখানে আলাদা ভাবে হারাম টাকা না দেয়ার জন্য অনুরোধ করে কিছু লেখার প্রচলন নেই তারা যদি না লিখে সেই পোস্টে এবং সেই পোস্ট দেখে যদি কেউ হারাম টাকা দেয় সেটাও তো চেক করা কঠিন হালাল না হারাম। যদি পোস্ট দেখে অনেকেই টাকা পাঠায় বিকাশে তাহলে সেটা গ্রহণ করা হালাল হবে তাদের জন্যে?
(৩) আমরা দেখা সাক্ষাৎ এর পর একসাথে চা পান করেছিলাম এখন সেটা শুভাকাঙ্খীদের ডোনেশন থেকে খরচ হয়েছে নাকি সদস্যদের মাসিক ফি থেকে খরচ হয়েছে নাকি ফেসবুক থেকে আসা অর্থ থেকে খরচ হয়েছে আমিতো জানিনা । এটাকি হালাল হলো আমি যে চা পান করলাম?
(৪) আর বৃক্ষরোপণ কর্মসূচিতে আমি লিফলেট বিলি করেছি সেই লিফলেট কি শুভাকাঙ্খীদের ডোনেশন এর টাকা দিয়ে কেনা হয়েছে নাকি সদস্যদের মাসিক ফি থেকে নিয়ে কেনা হয়েছে নাকি ফেসবুক পোস্ট থেকে আসা অর্থ থেকে কেনা হয়েছে আমিতো জানতাম না আমার জন্য কি হালাল হয়েছে লিফলেট গুলো বিলি করা ?
(৫) সেই লিফলেট গুলো বানাতে যেই খরচ হয়েছে তার সমপরিমাণ অর্থ কি দান করতে হবে ?
(৬) তাদের কর্মসূচি ঘোষণা হলে আমি যুক্ত হতে পারবো? পরবর্তীতে তাদের সঙ্গে চা খেতে পারবো? কারণ আমিতো জানিনা শুভাকাঙ্খীদের ডোনেশন থেকে খরচ করবেন তারা নাকি সদস্যদের মাসিক ফি থেকে খরচ করবেন তারা নাকি ফেসবুক থেকে আসা অর্থ থেকে খরচ করবেন তারা আমিতো জানিনা । পরবর্তীতে
তাদের কর্মসূচি ঘোষণা হলে আমি যুক্ত হতে পারবো? পরবর্তীতে তাদের
সঙ্গে চা খেতে পারবো?