ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) যদি কেউ হারাম টাকা দেয় এবং বিকাশে পাঠানোর কারণে জানার সুযোগও না থাকে, এজন্য উচিত অনলাইন ডোনেশনের টাকা শুধুমাত্র গরীব মিসকিনদেরকে দান করা।
(২) ডোনরশন গ্রহণ করা যাবে।তবে অনলাইনে চাদাকৃত ডোনেশনের শুধুমাত্র গরীব মিসকিনদেরকে দান করাই উচিত।
(৩) দেখা সাক্ষাৎ এর পর চা নাস্তার টাকা নিজেদের পকেট থেকেই খরচ করবেন। এটাই সর্বোত্তম।
(৪) বৃক্ষরোপণ কর্মসূচিতে লিফলেট বিলির টাকা সদস্যদের ফিস থেকে খরচ করবেন।
(৫) লিফলেট গুলো বানাতে যেই খরচ হয়েছে, সেই পরিমাণ টাকা সদস্যদের ফিস থেকেই খরচ করে নিবেন।
(৬) যদি তারা উপরোক্ত নিয়মাবলি ফলো না করে, তাহলে তাদের সাথে যুক্ত না হওয়াই উচিত।