আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
39 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (25 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,


১. আম্মু বলেছিল আব্বুর কাছ থেকে দুধ কিনার টাকা নিতে।আমি আব্বুর কাছে দুধ কিনার টাকা নিলে আম্মু তা দিয়ে দুধ কিনে না কারণ, দুধ নাকি আগে থেকেই ছিল। পরবর্তীতে ঐ দুধ শেষ হলে আব্বুর কাছে আবারো দুধ কিনার টাকা চাইলে আব্বু আগে যে টাকা দিয়েছিল তার কথা বলেছিল।আমি বলেছি যে দুধ হয়ে গেছে।পরে আব্বু দুধ কিনে দেয়।

ক.এখন এতে কি আব্বুর হক নষ্ট হয়েছে?
খ. যদি হক নষ্ট হয় তবে আব্বুকে না জানিয়ে ঐ দুধের সমপরিমাণ মূল্য আব্বুকে ফিরিয়ে দিলে হক আদায় হবে?
গ. মূল্য ফিরিয়ে দেওয়ার আগ পর্যন্ত সেই দুধ খাওয়া কি জায়েয?

২.কোনো একজন যুবক যে গুণাহে আসক্ত । কিন্তু সে তা থেকে বের হওয়ার চেষ্টা চালাচ্ছে। ইসলামিক বিধান সে পালন করার চেষ্টা চালাচ্ছ।সে কি দাওয়াতী কাজ করতে পারবে?

৩.দাওয়াতী কাজের উদ্দেশ্যে আব্বু আম্মু বা কারো সামনে যদি ইউটিউবে ইসলামিক আলোচনার ভিডিও চালু করি তবে কি তা দাওয়াতী কাজের অন্তর্ভুক্ত হবে?

৪. ৩ নং এ বর্ণিত কাজ দ্বারা আমি কি আমার পরিবারের ব্যাপারে দায়মুক্ত হতে পারব?

৫.  লাইফ গুড এপ সম্পর্ক ভিডিও।অনুগ্ৰহ করে এই ভিডিও দেখে লাইফ গুড এপ দিয়ে ইনকাম করার ইসলামী বিধান সম্পর্কে জানালে উপকৃত হবো।

ভিডিও: https://youtu.be/_u4Sh-NbQK4?feature=shared

৬.আমি ভাড়া বাসায় থাকি। সেখানে দেওয়ালের ভাঙ্গা অংশ একবার নোখ দিয়ে খুঁচিয়েছিলাম।এতে তেমন ক্ষতি হয়নি।এখন আমার দ্বারা কি বাড়িওয়ালার হক নষ্ট হয়েছে? আমার করণীয় কি?

৭. ভাড়া বাসায় দেওয়ালে লেখালেখি করলে কি বাড়িওয়ালার হক নষ্ট হবে?

৮. আমি একটা কোচিং এ পড়তাম যেটি একটি ভাড়া বাসায় ছিল। সেখানের দেওয়ালে আমি  লিখা-লেখি করেছিলাম ।এখন আমাকে কি বাড়িওয়ালার কাছে ক্ষমা চেতে হবে?

৯. আমি তাওয়াক্কুল এর উদ্দেশ্যে মনে মনে বিশ্বাস করলাম, "আল্লাহ যদি চান অমুক কাজটি হবে "।
এতে তাওয়াক্কুল সঠিকভাবে হচ্ছে?

১০. আমি আমার প্রতিষ্ঠানের পড়ালেখা বিষয়ক একটা গ্ৰুপে আছি। যেখানে একটা নিয়ম দেওয়া আছে, ধর্মীয় বিতর্ক করতে মানা করা হয়েছে (আমি এতে জড়িত নই)।এখন আমার প্রশ্ন হলো যে,

ক. এই নিয়ম করা কি জায়েজ হয়েছে?

খ. আমি কি এই গ্ৰুপে থাকতে পারবো পড়াশোনার প্রয়োজনে?

1 Answer

0 votes
by (724,770 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
১. 
ক.এখন এতে আব্বুর হক নষ্ট হয়েছে।
খ. ঐ দুধের সমপরিমাণ মূল্য আব্বুকে ফিরিয়ে দিলে বা আব্বুর কাছ থেকে অনিমতি নিয়ে নিলেই হক আদায় হবে।
গ. মূল্য ফিরিয়ে দেওয়ার আগ পর্যন্ত সেই দুধ খাওয়া যাবে।

২. জ্বী,সে অবশ্যই দাওয়াতী কাজ করবে।

৩.দাওয়াতী কাজের উদ্দেশ্যে আব্বু আম্মু বা কারো সামনে যদি ইউটিউবে ইসলামিক আলোচনার ভিডিও চালু করা হয়, তবে সেটাও দাওয়াতী কাজের অন্তর্ভুক্ত হবে।

৪. ৩ নং এ বর্ণিত কাজ দ্বারা আপনি আংশিক 
 দায়মুক্ত হবেন।

৫.  লাইফ গুড এপের ভিডিও দেখে তারপর কমেন্টে জানাবো। ইডিট করে দিবো।

৬. জ্বী,এ দ্বারা বাড়িওয়ালার হক নষ্ট হয়েছে। বাড়ীওয়ালা কে বলবেন।

৭. ভাড়া বাসায় দেওয়ালে লেখালেখি করলে  বাড়িওয়ালার হক নষ্ট হবে।

৮. বাড়িওয়ালার কাছ থেকে অনুমতি নিলেই হবে।

৯. জ্বী, এতে তাওয়াক্কুল সঠিকভাবে হয়েছে।

১০. 

ক. ধর্মীয় বিতর্ক দাওয়াতের অন্তর্ভুক্ত যদি হয়, তাহলে এ নিয়ম করা জায়েয হবে না।
খ. এই গ্ৰুপ থেকে লিভ নিয়ে নিবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...