আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,
১. আম্মু বলেছিল আব্বুর কাছ থেকে দুধ কিনার টাকা নিতে।আমি আব্বুর কাছে দুধ কিনার টাকা নিলে আম্মু তা দিয়ে দুধ কিনে না কারণ, দুধ নাকি আগে থেকেই ছিল। পরবর্তীতে ঐ দুধ শেষ হলে আব্বুর কাছে আবারো দুধ কিনার টাকা চাইলে আব্বু আগে যে টাকা দিয়েছিল তার কথা বলেছিল।আমি বলেছি যে দুধ হয়ে গেছে।পরে আব্বু দুধ কিনে দেয়।
ক.এখন এতে কি আব্বুর হক নষ্ট হয়েছে?
খ. যদি হক নষ্ট হয় তবে আব্বুকে না জানিয়ে ঐ দুধের সমপরিমাণ মূল্য আব্বুকে ফিরিয়ে দিলে হক আদায় হবে?
গ. মূল্য ফিরিয়ে দেওয়ার আগ পর্যন্ত সেই দুধ খাওয়া কি জায়েয?
২.কোনো একজন যুবক যে গুণাহে আসক্ত । কিন্তু সে তা থেকে বের হওয়ার চেষ্টা চালাচ্ছে। ইসলামিক বিধান সে পালন করার চেষ্টা চালাচ্ছ।সে কি দাওয়াতী কাজ করতে পারবে?
৩.দাওয়াতী কাজের উদ্দেশ্যে আব্বু আম্মু বা কারো সামনে যদি ইউটিউবে ইসলামিক আলোচনার ভিডিও চালু করি তবে কি তা দাওয়াতী কাজের অন্তর্ভুক্ত হবে?
৪. ৩ নং এ বর্ণিত কাজ দ্বারা আমি কি আমার পরিবারের ব্যাপারে দায়মুক্ত হতে পারব?
৫. লাইফ গুড এপ সম্পর্ক ভিডিও।অনুগ্ৰহ করে এই ভিডিও দেখে লাইফ গুড এপ দিয়ে ইনকাম করার ইসলামী বিধান সম্পর্কে জানালে উপকৃত হবো।
ভিডিও:
https://youtu.be/_u4Sh-NbQK4?feature=shared
৬.আমি ভাড়া বাসায় থাকি। সেখানে দেওয়ালের ভাঙ্গা অংশ একবার নোখ দিয়ে খুঁচিয়েছিলাম।এতে তেমন ক্ষতি হয়নি।এখন আমার দ্বারা কি বাড়িওয়ালার হক নষ্ট হয়েছে? আমার করণীয় কি?
৭. ভাড়া বাসায় দেওয়ালে লেখালেখি করলে কি বাড়িওয়ালার হক নষ্ট হবে?
৮. আমি একটা কোচিং এ পড়তাম যেটি একটি ভাড়া বাসায় ছিল। সেখানের দেওয়ালে আমি লিখা-লেখি করেছিলাম ।এখন আমাকে কি বাড়িওয়ালার কাছে ক্ষমা চেতে হবে?
৯. আমি তাওয়াক্কুল এর উদ্দেশ্যে মনে মনে বিশ্বাস করলাম, "আল্লাহ যদি চান অমুক কাজটি হবে "।
এতে তাওয়াক্কুল সঠিকভাবে হচ্ছে?
১০. আমি আমার প্রতিষ্ঠানের পড়ালেখা বিষয়ক একটা গ্ৰুপে আছি। যেখানে একটা নিয়ম দেওয়া আছে, ধর্মীয় বিতর্ক করতে মানা করা হয়েছে (আমি এতে জড়িত নই)।এখন আমার প্রশ্ন হলো যে,
ক. এই নিয়ম করা কি জায়েজ হয়েছে?
খ. আমি কি এই গ্ৰুপে থাকতে পারবো পড়াশোনার প্রয়োজনে?