আসসালামু আলাইকুম, হুজুর!
আমি দীর্ঘদিন হস্তমৈথুন ও পর্নোগ্রাফিতে অভ্যস্ত। মাঝে মাঝে কিছুদিনের গ্যাপ হয় কিন্তু পুনরায় আবার হয়ে যায়। বহুবার তওবা করেছি তার পরেও হয়ে যায়। একবার কসম করে তওবা করেছি কিন্তু পরে রাখতে না পারায় কাফফারা আদায় করেছি।
কাফফারা আদায়ের পরেও করেছি এবং তওবা করেছি। কিন্তু গত ১০-১২ দিন আগে আমি কসম করে তওবা করি যে,
আমি হস্তমৈথুন করবো না, পর্নোগ্রাফি দেখবো না এবং কোন অশ্লীল ভিডিও দেখবো না। আমি তিনটি বিষয়ে আলাদাভাবে উল্লেখ করে করে কসম করি। কিন্তু তার পরে এখন অবধি আলহামদুলিল্লাহ, আমি হস্তমৈথুন করি নাই এবং পর্নোগ্রাফি দেখি নাই। কিন্তু সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় কিছু অশ্লীল ভিডিও দেখা হয়ে গেছে। অশ্লীল বলতে বেপর্দা নারী এবং কোন ক্ষেত্রে অশ্লীল নাচ। আল্লাহ মাফ করুক। আমার ওই কসমে অশ্লীল বলতে মূলত পর্নোগ্রাফিকেই বুঝিয়েছিলাম তবে অন্যান্য অশ্লীল ভিডিও গৌণ ভাবে বুঝিয়েছি।
এখন আমার জন্য কি কসম ভঙ্গের কাফফারা আদায় করতে হবে?
নাকি পুনরায় তওবা করলেই হবে?
আর এটা কি আলাদা আলাদা তিনটি প্রশ্ন হয়েছে কসম হয়েছে নাকি একটি?
অনুগ্রহ করে জানাবেন। আর তওবা কিভাবে করব এটা একটু জানিয়েন? মূলত ভাষাটা জানতে চাচ্ছি।
আর কাফফারা যদি আদায় করতে হয়। সেক্ষেত্রে আমার নিকটস্থ বাজারে ১.৭৫ কেজি আটার মূল্য সমান ১ ফিতরা ধরে ১০ ফিতরা সমপরিমাণ টাকা কি দান করলেই হবে কিনা? আমার কাছে খুব বেশি টাকা নেই। ইসলামী ফাউন্ডেশনের মতে ১১০ টাকা করে ফিতরা ধরে ১১০০ টাকা দেওয়া আমার জন্য কষ্টসাধ্য হয়ে যায়। সে ক্ষেত্রে তিন দিন রোজা রাখলে আমার জন্য ভালো হয়।
জাযাকাল্লাহু খাইরান।