ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
গোসল সর্বোমোট এগার প্রকার যথাঃ-
(ক)পাঁচ প্রকারের গোসল ফরয যেমন-(১)যৌনমিলন তথা পুরুষ মহিলার লজ্জাস্থান একত্রিত হওয়ার পর গোসল করা ফরয।(২)বীর্য বাহির হলে(যেকোনো কারণে) গোসল ফরয।(৩) স্বপ্নদোষের কারণে গোসল ফরয।(৪)হায়েযের কারণে গোসল ফরয(৫)নেফাসের পর গোসল ফরয।
(খ)চার প্রকার গোসল সুন্নত।(১)জুমুআর দিনের গোসল(২)আরাফার দিনের গোসল(৩)এহরামের গোসল(৪)দুই ঈদের গোসল
(গ)ওয়াজিব গোসল।মাইয়্যিতকে গোসল প্রদান করা।
(ঘ)মুস্তাহাব গোসল।কোনো কাফির যখন ইসলাম গ্রহণ করে,তখন গোসল করা মুস্তাহাব।(মাবসুত-সারখাসী-১/৯০) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/10148
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
হায়েজ এর ৫ম দিনে রাত ৯ টা যদি রক্তস্রাব বন্ধ হয়ে যায়। এবং সাদা স্রাব আসে। তখন যদি ফরয গোসল না করা হয়, অতঃ দুপুরে ফরয গোসল করা হয় । তাহলে এমতাবস্থায় অজু করেই নামাজ আদায় করা যাবে। কেননা দেড়ীতে হলেও ফরয গোসল আদায় করা হয়েছে।তাই সংশ্লিষ্ট ব্যক্তির পবিত্রতা অর্জন হয়ে গেছে।