বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত।
وَعَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ثَلَاثٌ جَدُّهُنَّ جَدٌّ وَهَزْلُهُنَّ جَدُّ: النِّكَاحُ وَالطَّلَاقُ وَالرِّجْعَةُ . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيب
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তিন বিষয়ে হাসি-ঠাট্টা ও (স্বজ্ঞানে) কথার উক্তি, উভয়ই সঠিক উক্তিরূপে পরিগণিত হবে। বিবাহ, তালাক ও রজ্’আহ্ (এক ত্বলাক (তালাক)ান্তে প্রত্যাহার)। (তিরমিযী, আবূ দাঊদ; ইমাম তিরমিযী বলেন, হাদীসটি হাসান গরীব)[আবূ দাঊদ ২১৯৪, তিরমিযী ১১৮৪, ইবনু মাজাহ ২০৩৯, ইরওয়া ১৮২৬, সহীহ আল জামি‘ ৩০২৭]
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার বোনের স্বামী আরো দুইটি বিবাহ করার পর বলছে যে, আপনার বোনকে সে আর নিবে না । এমতাবস্থায় আপনি আপনার বোনের স্বামীকে বলেছেন যে, সে যেন আপনার সাথে বলে, ... 'আমি আমার স্ত্রী রিনাকে তিন তালাক দিলাম', এবং সেও আপনার সাথে বলে যে, 'আমি আমার স্ত্রী রিনাকে তিন তালাক দিলাম' ।
(১) প্রশ্নের বিবরনমতে আপনার বোনের স্বামীর তালাক গ্রহণটি শরিয়ত সম্মত হয়েছে।
(২) একজন ভাই তার বোনের স্বামীর কাছ থেকে কিভাবে তালাক নিবে? পদ্ধতিটি ক্লিয়ার। ভাইটি ন্যায় সঙ্গত কারণে তার বোনের স্বামীর কাছে তকলাকের আবেদন করবে।