আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু,
উস্তাদ আমার বাবা একজন পঞ্চাশোর্ধ ব্যক্তিত্ব।আমার বাবা মা এর সম্পর্ক স্বাভাবিক এবং সব কিছুই ঠিকঠাক তাদের মধ্যে।
কিন্তু আমি একটা জিনিস যেহেতু বাসার সব ডিভাইসেই আমার এক্সেস আছে তাই আমি জেনে গিয়েছি কোনভাবে। আমি জানিনা অন্যের গোপনীয়তা ঘাটাঘাটি করা উচিত হয়েছে কিনা।
আমার মা কোন কারণে যদি একদিন বা একরাত বাসায় না থাকে তাহলে আমার বাবা পর্ন দেখেন।
সাধারনত আপনারা এসব সমস্যার সমাধান হিসাবে সবসময় বিয়ের পরামর্শই দেন।আমার প্রশ্ন এসে যায় মনে বিয়ে কি কখনো পারে এই আসক্তি ঠেকাতে?
আমি একজন মেয়ে।এই পরিস্থিতিতে আমার করনীয় কী?
পর্ন কি ভয়াবহ গুনাহ না?এর প্রভাব কি আমাদের পরিবারের সবার ওপর পড়বে?
এই মুহুর্তে আমার করণীয় কি জানিয়ে একটু পরামর্শ দিবেন। মোটামুটি প্রাক্টিসিং ফ্যামিলি আমরা।আমার বাবা নামায পড়েন ৫ ওয়াক্ত।হালাল হারাম মেনে চলার চেষ্টা করেন।