হুজুরক আমার পরিচিত একজন মুফতি আছেন।আমি যাকে বলেছিলাম আপনি যে মুফতি আমি কিভাবে আপনাকে বিশ্বাস করব তখন সে আমাকে তার সার্টিফিকেট এর ছবি পাঠাউ। দেখলাম।ভারতের দারুল উলূম দেওবন্দের ছাএ।আমি তাকে জিগাস করছিলাম আমার বুনের জন্য একটা পাএ দেখছি সে বিয়ে করতে রাজি না তাকে কি বশ করে বিয়েতে রাজি করান যাবে।তখন উনি বলে এটা হারাম।আমি আগে এসব কাজ করতাম এখন খুব বেশি সিরিয়াস কেস না হলে এইসব কাজ করি নাহ।তখন আমি তাকে জিগাস করি এসব কাজ কি হুজুর কুফুরি দিয়ে করা যায়?তখন উনি বলে দেখেন অনেক সিক্রেট জিনিস আছে সব বলা যাবে না আর আমি আপনাকে চিনিও না।এরপর কিছু দিন পর আমি আবার তাকে জিগাস করি আপনি যে কাজ গুলা করতেন তাতে কি কুফুরি থাকিত?উনি বলেন আমি কুফুরি কেন করব দীর্ঘ বছর মাদ্রাসায় পরে কি আমি কুফুরি করব সারাজিবন কুফুরির বিরুধিতস করলাম।উনি বলেছেন এগুলা কুরঅানের আয়াত দিয়েই করা যায়। আল্লাহ কুরঅানে এমন কুন কিছু নাই যা দেয় নি।কুফুরি কেন করতে যাব।এখন কথা হল তার থেকে কি তালাকেরআসালার সমাধান নেওয়া যাবে?নাকি তার থেকে কুন ফতোয়া নেওয়া যাবেনা।আমি তার ফেসবুকে প্রফাইলে দেখলাম সে কুন মাদ্রাসারতুল হুদা আরাবিয়া প্রিন্সিপাল। এবং একটা মসজিদের খতিব।উনি আমাকে বলেছেন যে উনি মুফতিদের পড়ান উনার অনেক ছাএ মুফতি। আসলেই কি কুরঅানের আয়াত দিয়ে কুফুরি ছাড়া এসব করা যায়?এমিন দলিল দিন এবং তার থেকে ফতোয়া নেওয়া যাবে কিনা বলবেন।