আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
320 views
in সাওম (Fasting) by (45 points)
শায়েখ আমিতো জীবনে অনেক সিয়াম কাযা করেছি। বয়স ২২ বছর আমার।  এর ভিতরে 1 বছরের সিয়াম ৩০ টাই রেখেছি ।আগের গুলেো তো হিসাব নেই।
প্রশ্ন : এখন আমি জীবনের সকল কাযা সিয়াম কিভাবে পালন করবো বিধান কি?

প্রশ্ন : যেহেতু বয়স 22 বছর কতো বছর থেকে সিয়াম এর উপযুক্ত হিসেবে গণ্য করা হয়ে বাকি কয় বছরের সিয়াম রাখবো

1 Answer

0 votes
by (590,550 points)
edited by
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
রমজান মাসের রোযা ইসলামের রুকুন সমূহের একটি রুকুন।শরয়ী উযর ব্যতীত মুসলমানের জন্য রোযাকে পরিত্যাগ করা কখনো জায়েয হবে না।যদি কেউ রমজানের কোনো রোযাকে ছেড়ে দেয়,বা শরয়ী উযর যেমনঃ অসুস্থতা,সফর,হায়েয-নেফাস ইত্যাদির কারণে ভেঙ্গে ফেলে তখন উলামায়ে কেরামের ঐক্যমতে উক্ত রোযাকে কা'যা করা ওয়াজিব।এ সম্পর্কে আল্লাহ তা'আলা বলেন,
شَهْرُ رَمَضَانَ الَّذِيَ أُنزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِّلنَّاسِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَى وَالْفُرْقَانِ فَمَن شَهِدَ مِنكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ وَمَن كَانَ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ يُرِيدُ اللّهُ بِكُمُ الْيُسْرَ وَلاَ يُرِيدُ بِكُمُ الْعُسْرَ وَلِتُكْمِلُواْ الْعِدَّةَ وَلِتُكَبِّرُواْ اللّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
রমযান মাসই হল সে মাস, যাতে নাযিল করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য হেদায়েত এবং সত্যপথ যাত্রীদের জন্য সুষ্পষ্ট পথ নির্দেশ আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী। কাজেই তোমাদের মধ্যে যে লোক এ মাসটি পাবে, সে এ মাসের রোযা রাখবে। আর যে লোক অসুস্থ কিংবা মুসাফির অবস্থায় থাকবে সে অন্য দিনে গণনা পূরণ করবে। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান; তোমাদের জন্য জটিলতা কামনা করেন না যাতে তোমরা গণনা পূরণ কর এবং তোমাদের হেদায়েত দান করার দরুন আল্লাহ তা’আলার মহত্ত্ব বর্ণনা কর, যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার কর।(সূরা বাক্বারা১৮৫)বিস্তারিত জানুন-https://www.ifatwa.info/2187

আপনি ২২বৎসর অতিবাহিত করছেন।১৩ বৎসর বয়স থেকে যতটা রমজান আপনার সামন দিয়ে অতিবাহিত হয়েছে।এর মধ্যে যতটা রোযার আপনি রাখেননি।বা নিয়তই করেননি।সেগুলোকে হিসেব করে শুধুমাত্র কাযা করে নিবেন।কাফফারার কোনো প্রয়োজন এক্ষেত্রে নেই।

আর যে সমস্ত রোযা আপনি রেখে তারপর ভেঙ্গে দিয়েছেন।  যেমন আপনি স্ত্রী সহবাসের মাধ্যমে একটি ভেঙ্গেছেন। এ রোযার কাফফারা আপনাকে আদায় করতে হবে।কাফফারা সম্পর্কে জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/102


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (45 points)
শায়েখ চিন্তায় পড়ে গেলাম। এখন কিভাবে হিসাব করবো কোন বছরে কয়টা রোজা রেখেছি । কোন বছরে হস্তমৈথুন এর ফলে কয়টা রোজার কাফফারা দিতে হবে। খুবই তো ঝামেলায় পড়ে গেলাম।  আমিতো কিছুই বুঝতেছি না।  ৮ বছরে  ২৪০ টা রোজার কয়টা আমি রেখেছি কয়টা রাখেনি এ হিসাব কিভাবে করবো।   ২৪০ রোজার কোনটা হস্তমৈথুন এর ফলে কাফফারা দিতে হবে। আদেও কি এভাবে সম্ভব খুজে বের করা
by (590,550 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।
by (590,550 points)
হস্তমৈথুনে কোনো কাফফারা আসে না। আসলে স্ত্রী সহবাস লিখার স্থলে হস্তমৈথুন লিখা হয়ে গেছে।
by (45 points)
শায়েখ তাহলে আমার ২৪০ টা কাজা রোজা করলেই তো হচ্ছে । যেহেতু আমি বিবাহ করিনি আমারা কাফফারা নেই। যে আমি সহবাস করেছি এমনও করিনি জীবনে

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 208 views
...