আসসালামু আলাইকুম,
সংগত কারণে আমাকে তাবিজ ব্যবহার করতে হয়। তবে কিছুদিন যাবত বিভিন্ন ওয়াজে শুনেছি আলেমগণ তাবিজ পড়া অবস্থায় সালাত আদায় করাকে নাজায়জে বলেছেন। এবং এতে করে সালাত কবুল না হওয়ার ব্যাপারেও সতর্ক করেছেন। আমি অনেকদিন যাবত তাবিজ ব্যবহার করে আসছি। এমতাবস্থায় আমার আগের সালাতগুলো কি কবুল হয়েছে? যদি না হয়ে থাকে তাহলে আমার করণীয় কি?