আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ।
১/ যোহরের আজান হয়ে গেলে যোহর এর সালাত পড়ার আগে কোনো নফল নামাজ পড়া যাবে?
২/ যোহর থেকে আসর এর সময় পর্যন্ত কোনো নফল সালাত পড়া যাবে?
৩/ মাগরিবের নামাজ হয়ে গেলে, এশার এর আগে কোন নফল বা সুন্নাত নামাজ পড়া যাবে?
৪/ ফজরের ওয়াক্ত শেষ।যোহরের আজানের আগ অব্দি নফল নামাজ পড়া যাবে?
৬/ নফল আর সুন্নত এর মধ্যে পার্থক্য আছে নাকি নফল আর সুন্নাহ একি?