আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
36 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (6 points)
#আমার রুমমেট দের ঘুমানোর সময় সতর ঠিক থাকেনা হাটু অনেক উপরে লুঙ্গি উঠে যায়, খালি গায় শুয়ে থাকে, সেই ঘরে নামাজ পড়া জায়েজ হবে?

#আমি রেস্টুরেন্টে চাকুরী করি সুপারভাইজর পদে, রেস্টুরেন্ট এর ক্রয়কৃত মাল চেক করা, চাহিদা অনুযায়ী মাল ক্রয়ের নির্দেশ করা, রান্না, কাস্টমারের ভালোমন্দ সহ প্রায় সকল কিছুই পর্যবেক্ষণ আমার কাজ। আমার জয়েনের আগে থেকেই রেস্টুরেন্টে কাতলা মাছকে রুই মাছ বলে বেঁচে, টাকি মাছের ভর্তায় অন্য মাছ মিশেল করে, আনারের জুসে বিটরুট দিয়ে কালার করে। ফলের জুসে স্বাদ করার জন্য ও খরচ কমানোর জন্য পানি চিনি মিশেল করে।
এতে কি আমি কোনভাবে গুনাহগার হবো?
এছাড়াও রেস্টুরেন্টে জব করার কারণে স্টাফরা অনেক সময় অনুমতি ছাড়াই বিভিন্ন খাবার খায়, তাকি বৈধ? আমি দেখার পর যদি কিছু না বলি তাহলে কি আমি গুনাগার হব, কারণ আমি কিছু বললে স্টাফদের সাথে বিরূপ সম্পর্ক হবে, যা হয়েছেও, আমার চাকুরী বয়স কম, আর তারা দীর্ঘদিন থেকে এতে অভ্যস্ত। চাকুরী পরিবর্তন করে অন্য চাকুরীতে সহজে এমন বেতন ও সুবিধা পাওয়া যাবেনা।
চাকুরী পরিবর্তন করে টাকা ধার নিয়ে ব্যবসায় করতে চেয়েছিলাম, কিন্তু পরিবার রাজি হয়নাই, এমনকি যে টাকা ধার দিতে চাইছে মা তাকে নিষেধ করছে। আমার কোনো পূর্ব অভিজ্ঞতা না থাকায় এমন করেছে, তারা আমাকে ব্যবসার জন্য অনুপুযুক্ত মনে করে, আমি চাকরিতে হারাম কিছু থাকলে বা গুরুতর সন্দেহ হলে ছেড়ে দেই, পরিবারে টাকার প্রয়োজন আছে, তাই ব্যবসায় নারাজ।
#কাপড় ধোয়ার ক্ষেত্রে বীর্য লাগানো কাপড় বীর্য পরিস্কার করে নরমাল কাপড়ের সাথে ভিজিয়ে রাখলে কি সব কাপড়ই তিন বার ধুতে হয়? একই পানি দিয়ে অনন্যা কাপড় ধোয়া দিলে কাপড় পাক হবে কি? হালকা মূত্র লাগা কাপড় কি তিনবার ধুইতে হয়? মূত্র কাপড়ে লেগে শুকায় যাওয়ার পর অন্য কাপড়ের ভিজিয়ে রাখলে সব কাপড় নাপাক হয় কি?  তিন বার ধোয়ার পানির পরিমান কতটুকু হতে হবে? পাক ও নাপাক কাপড় ধোয়ার নিয়ম কি ?

1 Answer

0 votes
by (723,270 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আমাদের মনে রাখতে হবে, পরকালে আমাদের সবাইকে নিজ নিজ আ'মলের হিসাব নিকাশ দিতে হবে।কারো পাপের বোঝাকে অন্য কেহ বহন করবে না।

আল্লাহ তা'আলা বলেনঃ
ﻭَﻟَﺎ ﺗَﺰِﺭُ ﻭَﺍﺯِﺭَﺓٌ ﻭِﺯْﺭَ ﺃُﺧْﺮَﻯ ﻭَﺇِﻥ ﺗَﺪْﻉُ ﻣُﺜْﻘَﻠَﺔٌ ﺇِﻟَﻰ ﺣِﻤْﻠِﻬَﺎ ﻟَﺎ ﻳُﺤْﻤَﻞْ ﻣِﻨْﻪُ ﺷَﻲْﺀٌ ﻭَﻟَﻮْ ﻛَﺎﻥَ ﺫَﺍ ﻗُﺮْﺑَﻰ الخ
কেউ অপরের বোঝা বহন করবে না। কেউ যদি তার গুরুতর ভার বহন করতে অন্যকে আহবান করে কেউ তা বহন করবে না-যদি সে নিকটবর্তী আত্নীয়ও হয়।
(সূরা ফাতির-১৮)

হারাম কাজে সহযোগিতা করার বিধান সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1046

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) প্রশ্নের বিবরণমতে আপনি নামায পড়তে পারবেন। তবে কারো সতরের দিকে ইচ্ছাকৃত দৃষ্টি দিলে তখন মাকরুহ হবে।

قال فی الدر: والالتفات لبصرہ یکرہ تنزیہاً (شامی: ۲/۴۱۰)
وفى البناية” ولو نظر المصلي إلى عورة غيره لا تفسد صلاته عند أبي حنيفة - رحمه الله - قال المرغيناني: هو قولهما“(بنایہ شرح ھدایۃ،کتاب الصلاۃ،ج 2،ص 131، دار الكتب العلمية ، بيروت)
(২) যেহেতু আপনার পূর্ব থেকেই হোটেলে জালিয়াতি চলছে, এবং জালিয়াতিতে আপনার কোনো হস্তক্ষেপ নেই, তাই কোনো সমস্যা হবে না। তবে উত্তম হল, এমন চাকুরী পরিত্যাগ করা। 

(৩)

কাপড় ধোয়ার ক্ষেত্রে বীর্য লাগানো কাপড় বীর্য পরিস্কার করে নরমাল কাপড়ের সাথে ভিজিয়ে রাখলে আর তিন বার ধৌত করতে হবে না। 

হালকা মূত্র লাগা কাপড়কে তিনবার ধৌত করতে হবে। মূত্র কাপড়ে লেগে শুকায় যাওয়ার পর অন্য কাপড়ের ভিজিয়ে রাখলে সব কাপড় নাপাক হয়ে যাবে। তিন বার ধোয়ার পানির পরিমান এতটুকু হবে যে, কাপড়গুলো সম্পূর্ণ ভিজে যায়। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 118 views
...