#আমার রুমমেট দের ঘুমানোর সময় সতর ঠিক থাকেনা হাটু অনেক উপরে লুঙ্গি উঠে যায়, খালি গায় শুয়ে থাকে, সেই ঘরে নামাজ পড়া জায়েজ হবে?
#আমি রেস্টুরেন্টে চাকুরী করি সুপারভাইজর পদে, রেস্টুরেন্ট এর ক্রয়কৃত মাল চেক করা, চাহিদা অনুযায়ী মাল ক্রয়ের নির্দেশ করা, রান্না, কাস্টমারের ভালোমন্দ সহ প্রায় সকল কিছুই পর্যবেক্ষণ আমার কাজ। আমার জয়েনের আগে থেকেই রেস্টুরেন্টে কাতলা মাছকে রুই মাছ বলে বেঁচে, টাকি মাছের ভর্তায় অন্য মাছ মিশেল করে, আনারের জুসে বিটরুট দিয়ে কালার করে। ফলের জুসে স্বাদ করার জন্য ও খরচ কমানোর জন্য পানি চিনি মিশেল করে।
এতে কি আমি কোনভাবে গুনাহগার হবো?
এছাড়াও রেস্টুরেন্টে জব করার কারণে স্টাফরা অনেক সময় অনুমতি ছাড়াই বিভিন্ন খাবার খায়, তাকি বৈধ? আমি দেখার পর যদি কিছু না বলি তাহলে কি আমি গুনাগার হব, কারণ আমি কিছু বললে স্টাফদের সাথে বিরূপ সম্পর্ক হবে, যা হয়েছেও, আমার চাকুরী বয়স কম, আর তারা দীর্ঘদিন থেকে এতে অভ্যস্ত। চাকুরী পরিবর্তন করে অন্য চাকুরীতে সহজে এমন বেতন ও সুবিধা পাওয়া যাবেনা।
চাকুরী পরিবর্তন করে টাকা ধার নিয়ে ব্যবসায় করতে চেয়েছিলাম, কিন্তু পরিবার রাজি হয়নাই, এমনকি যে টাকা ধার দিতে চাইছে মা তাকে নিষেধ করছে। আমার কোনো পূর্ব অভিজ্ঞতা না থাকায় এমন করেছে, তারা আমাকে ব্যবসার জন্য অনুপুযুক্ত মনে করে, আমি চাকরিতে হারাম কিছু থাকলে বা গুরুতর সন্দেহ হলে ছেড়ে দেই, পরিবারে টাকার প্রয়োজন আছে, তাই ব্যবসায় নারাজ।
#কাপড় ধোয়ার ক্ষেত্রে বীর্য লাগানো কাপড় বীর্য পরিস্কার করে নরমাল কাপড়ের সাথে ভিজিয়ে রাখলে কি সব কাপড়ই তিন বার ধুতে হয়? একই পানি দিয়ে অনন্যা কাপড় ধোয়া দিলে কাপড় পাক হবে কি? হালকা মূত্র লাগা কাপড় কি তিনবার ধুইতে হয়? মূত্র কাপড়ে লেগে শুকায় যাওয়ার পর অন্য কাপড়ের ভিজিয়ে রাখলে সব কাপড় নাপাক হয় কি? তিন বার ধোয়ার পানির পরিমান কতটুকু হতে হবে? পাক ও নাপাক কাপড় ধোয়ার নিয়ম কি ?