আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।।
আমার আব্বা যে জায়গায় বাড়ি বানিয়েছেন তার এক তৃতীয়াংশ জায়গার মালিক আমার আম্মা। আমার আম্না ২০২০ সালে মারা গিয়েছেন। আমার আব্বা জীবিত আছেন। আমার আম্মা মারা যাওয়ার আগে উনার সম্পদের কোনো বন্টন করে যান নি। এমতাবস্থায় আমরা ৪ বোন ১ ভাই। এখনও যেহেতু সম্পদের কোনো বন্টন হয় নি আমি কি কোনো সম্পদের মালিক?? অনুরপভাবে আমার আম্মার ১ ভরি+ কিছু স্বর্ন আছে যা আমার বড় বোনের কাছে আছে। যখন আমার ও আমার ছোট বোনের বিয়ে হবে তখন আমাদের মধ্যে ভাগ করে দিবেন।। তাহলে আমি কি নিজেকে এই স্বর্নের কিছু অংশের মালিক মনে করতে পারবো? কারণ এমন হলে আমার উপর যাকাত ও কুরবানি ওয়াজিব হবে। আমি তো এসব আদায় করছি না। এখন কি করা যায়?
(আমি প্রাইমারি স্কুলের চাকুরীজীবি। জমানো টাকা তেমন নেই। তবে এই সম্পদ ও স্বর্নের মালিক হলে আমার উপর যাকাত ও কুরবানি ওয়াজিব হয়ে যাবে।)