হালাল হারাম সম্পর্ককে ছিল এক যুবক-যুবতী। এখন তারা সম্পর্ক হালাল করতে চাচ্ছেন। কিন্তু তাঁদের পারিবারিক দিক থেকে উনারা তাদের সম্পর্ক মেনে নিচ্ছেন না মেয়ের পরিবার রাজি হচ্ছেন না (মেয়ের মা রাজী আছেন শুধু বাকি সবাই নারাজ এই বিষয়ে) ছেলের প্রস্তাব মেনে নিচ্ছেন না। ছেলের পরিবারে সবাই এই রাজি আছেন বিয়ে দিতে।
কুফু এর ব্যাপারে বললে -
ছেলে মেয়ে উভয়ের পারিবারিক অবস্থা ছেলের মধ্যবিত্ত আর মেয়ের পরিবারিক অবস্থা ছেলে থেকে কিছুটা উচ্চ মধ্যবিত্ত। ০.৫/১ এইটুকু এই পার্থক্য বলা চলে। এখন মেয়ে ওই বিষয়ে অ্যাডজাস্ট করার মন মানসিকতা রেখে ছেলে কে বিয়ে করার জন্য উদগ্রীব কিন্তু পরিবার মেনে নিচ্ছেন না। এখন কি তারা কোর্ট ম্যারেজ করবেন বা কিভাবে আগাবেন এটির ব্যাপারে জানতে চাই।