আস সালামু আলাইকুম।মুহতারাম আমাদের বাসভবনে সবাই পিকনিক করতে চাচ্ছে। এজন্য জনপ্রতি ৩০০ টাকা করে ধার্য করা হয়েছে। কিন্তু ভবনের দুইজন ব্যক্তি এনজিও তে সরাসরি সুদ লেনদেনের সাথে জড়িত। বাকিদের ইনকাম আলহামদুলিল্লাহ হালাল। তাদের সাথে একসাথে পিকনিক করা করা যাবে কি? সামাজিকতা রক্ষার খাতিরে এখন কি করব বুঝতে পারছি না।যদিও এখানে সবাই নির্দিষ্ট টাকা দিয়েই যোগদান করবে।
উত্তর জানালে উপকৃত হব
উত্তর জানালে