নামাযে আমার শুরু থেকেই আলসেমি লাগে | আমি অনেক কষ্টে ৫ ওয়াক্ত নামাজ অভ্যাসে এনেছিলাম | বর্তমানে আমি গর্ভবতী ( প্রসাবে ইনফেকশন এই কয় মাসে ৩ বার এসেছে ) | বার বার প্রসাব হয় | যার কারনে আমি বেশিক্ষন অযুতে থাকতে পারি না | এবং ওযু করার অলসতায় সালাত আদায় করা হয় না | এমতাবস্থায় নামায ধরে রাখতে কি আমি তায়াম্মুম করে নামায আদায় করতে পারবো ? সুস্থ হওয়ার পর , আবার না হয় অযু করে নামায আদায় করতাম | তা না হলে যে , আমি বেনামাযি হয়ে যাচ্ছি | প্লিজ , কোনো একটা সমাধান দেন |