আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ।
আমার আক্কল দাতে গর্ত আছে।গর্তে খাবার জমে থাকে।ব্রাশ করলে গর্ত থেকে খাবার বের হয়ে যায় তখন গর্ত টা বুঝা যায়।টাকা না থাকায় দাত টা ফেলা হচ্ছেনা।ডাক্তার দাতটা ফেলে দিতে বলেছিলো।
আমার প্রশ্ন হলো এইক্ষেত্রে কি ফরয গোসল এর সময় দাতের গর্তে পানি পৌছাতে হবে?আমি চেস্টা করি সবসময়ই ফরয গোসলের সময় ব্রাশ করতে।ভালো করে কুলি করতে।চেস্টা করি পানি পৌছাতে।কিন্তু আমি তো নিশ্চিত হতে পারছিনা তাই বুঝতেসিনা কিকরনীয়।