ٱلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ ٱللَّٰهِ وَبَرَكَاتُهُ
একজন নারীর তার শ্বশুরবাড়িতে ভিটেবাড়ি আছে কিন্তু সেখানে স্থায়ীভাবে থাকার নিয়ত নেই। বছরে শুধুমাত্র কয়েকবার যাতায়াত করবে। সেক্ষেত্রে সফর সমান দূরত্ব অতিক্রম হলে সেই স্ত্রী কি মুসাফির ধর্তব্য হবে এবং সালাত কসর করবে??
যদি স্ত্রী বাবার বাড়ির সম্পদের অংশ পায় এবং সেখানে ভবিষ্যতে স্থায়ীভাবে থাকার নিয়ত করে তাহলে সফর সমান দূরত্ব শেষে সেখানে কি সে সালাত কসর করবে নাকি পূর্ণ নামাজ আদায় করবে?