السلام عليكم و رحمة الله و بركاته
উস্তাদ,
আমি একজন মেয়ে। আমাদের অনেক ঋণ। বাবা মারা যাওয়ার পর থেকে আমাদের পালিয়ে পালিয়ে থাকতে হয়। যার কারণে আমরা আমাদের বাবা কবরও জিয়ারত করতে পারিনা। আমাদের তাবিজ করা হয়েছে। কিন্তু আমরা যে রুকইয়াহ করবো সেই অর্থও নেই। কোনো জমিও নেই যে মারা গেলে কবর দিতে পারবে।
প্রশ্ন:
১. রাক্বীর কাছে গিয়ে রুকইয়াহ করার সামর্থ না থাকায়
কবিরাজ এর সাথে কথা বলে কে কালোজাদু করেছে + কোথায় কোথায় তাবিজ রাখা হয়েছে সেটা জানা যাবে কি?
২. বায়োডাটায় কি মোহরানা হিসেবে জায়গা চাওয়া যাবে কি-না?
মেহেরবানি করে জানাবেন মিন ফাদ্বলিক।