আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
16 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (2 points)
প্রশ্ন ১ঃ রসূল সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানায় কত দেরহামে এক দীনার এর সমতুল্য হতো?

প্রশ্ন ২ঃ আমার স্ত্রী ও একমাত্র কন্যা যদি মৃত্যুবরণ করে তবে আমার শ্বশুর শাশুরীর সাথে কি আমার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে?

1 Answer

0 votes
by (677,040 points)
জবাবঃ-
بسم الله الرحمن الرحيم


(০১)
রাসূলুল্লাহ ﷺ-এর যুগে এক (১) দীনার = দশ (১০) দিরহাম ছিল।

ইবনু খালদুন (রহঃ) বলেন,

“كان الدرهم على عهد رسول الله ﷺ ستة دوانق، والعشرة دراهم وزن سبعة مثاقيل من الذهب، فالدينار عشرة دراهم.”

অর্থাৎ: রাসূলুল্লাহ ﷺ-এর যুগে এক দিরহাম ছিল ছয় দানক ওজনের এবং দশ দিরহামের ওজন হতো সাত মিসকাল স্বর্ণের, যা ছিল এক দীনারের সমান।

(মুকাদ্দিমাহ ইবন খালদুন, 1/263)

ইমাম মালেক (রহঃ) বলেন,

“والأمر المجتمع عليه عندنا أن الدينار عشرة دراهم.”

ইমাম মালেক বলেন: “আমাদের কাছে এ বিষয়ে ইজমা আছে যে এক দীনার সমান দশ দিরহাম।”
(আল-মুয়াত্তা, কিতাবুয্যাকাত)

ইবনু কুদামা (রহঃ) বলেন,

“الدينار الشرعي وزن مثقال من الذهب، وهو عشرة دراهم وزناً.”

এক দীনার শরঈভাবে এক মিসকাল স্বর্ণের সমান, এবং তা ওজনে দশ দিরহাম।
(আল-মুগনী, 4/165)

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
দীনার: স্বর্ণের মুদ্রা, ওজন প্রায় ৪.২৫ গ্রাম স্বর্ণ

দিরহাম: রূপার মুদ্রা, এক দীনারের দশভাগের একভাগ (≈ ০.৪২৫ গ্রাম স্বর্ণের সমতুল্য রূপা)

রসূল সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানায় ১০ দিরহাম এক দীনার এর সমতুল্য হতো।

(০২)
স্ত্রীর মৃত্যু বা বিবাহবিচ্ছেদ হলেও স্ত্রীর বাবা-মা (শ্বশুর-শাশুড়ি) এর সঙ্গে আপনার আত্মীয়তার (মাহরামি ও হারাম নিকাহের) সম্পর্ক ছিন্ন হয় না।

আল্লাহ তাআলা বলেনঃ

وَأُمَّهَاتُ نِسَائِكُمْ
“(তোমাদের জন্য হারাম করা হয়েছে) তোমাদের স্ত্রীদের মায়েরা (শাশুড়ি)।” (সূরা আন্নিসা, 4:23)

আয়াতের ভাষা স্থায়ী নিষিদ্ধতা বোঝায়। একবার কারো সঙ্গে বৈধ বিবাহ হলে, সেই স্ত্রীর মা (শাশুড়ি) চিরতরে হারাম হয়ে যায়—এটি স্ত্রী জীবিত থাকুক বা মৃত্যুবরণ করুক, এমনকি বিবাহ বিচ্ছেদের পরও অপরিবর্তিত থাকে।

ইসলামী স্কলারগন বলেন,
শ্বশুর ও শাশুড়ি মাহরাম: বিবাহের কারণে সৃষ্টি হওয়া মাহরামি সম্পর্ক কখনও বাতিল হয় না।

স্ত্রীর মৃত্যু বা বিবাহবিচ্ছেদের পরও শ্বশুর-শাশুড়ির সাথে নিকাহ জায়েজ নয়।

সুতরাং মাহরামি ও আত্মীয়তার (শ্বশুর-শাশুড়ি) সম্পর্ক স্থায়ীভাবে রয়ে যায়।

ইমাম ইবনু কুদামা (রহ.) বলেনঃ

“যে নারী কারও সঙ্গে বৈধভাবে দাম্পত্যে যুক্ত হয়েছে, তার মা চিরতরে ঐ পুরুষের জন্য হারাম হয়ে যায়; স্ত্রীর মৃত্যু বা তালাক কোনোটিই এই হারামি দূর করে না।”
(আল-মুগনী, 7/93)

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
প্রশ্নের বিবরণ মতে আপনার স্ত্রী ও একমাত্র কন্যা যদি মৃত্যুবরণ করে, তবে আপনার শ্বশুর শাশুরীর সাথে আপনার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবেনা। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...