আসসালামু আলাইকুম,
আমি অনেকদিন থেকে একটা স্বপ্ন দেখি।সেটা হলো আমার নিচের সামনের কয়েকটা দাতের মাঝখানে ফাকা হয়,এবং ব্যাথা হয়,আবার কোনোদিন দেখি আমি উপরের দাতে এমন চাপ দিচ্ছি যে দাত নড়বড়ে হয়ে যাচ্ছে কিন্তু পরছে না।এবং একটু পরেই স্বাভাবিক হয়ে যাই।যখন স্বপ্নটা দেখি আমি ব্যাথাটা অনুভব করতে পারি সেই সময়ে।ঘুম থেকে উঠে একদিন আম্মু আমাকে বলেছে আমি নাকি ঘুমের মধ্যে দাত কামড়াই এবং শব্দও হয়।সম্ভবত আমি যখন স্বপ্ন দেখি তখন এরকম করতে পারি।আমি ফজরের পর ঘুমালে এই সমস্যাটা হয়।মাসনুন দোয়া সব পরে ঘুমাই তবুও এই স্বপ্ন দেখি।স্বপ্নের মাঝে আমি এমনভাবে ঢুকে পরি সত্যি সত্যি মনে হয় আমার দাত এমন নড়ছে আবার ঠিক হচ্ছে।এটা অনেকদিন থেকে।আমি ঘুমানোর আগে দোয়া পড়তে ভুলে যাই,ম্যাক্সিমাম দিনই পড়া হয় না।
এই স্বপ্নের কি কোনো তাৎপর্য আছে?নাকি নেহাতই এটা কল্পনা।