আসসালামু আলাইকুম। কসমের ব্যাপার এ যখন ধারনা ছিল না। এক সময় মজা করেই কসম বলতাম। কথায় কথায় কসম বলতাম৷ যে কসম এটা করবো না। কসম এটা আজকে করবোই। আল্লাহর কসম বলতাম না। শুধু কসম বলতাম।
প্রশ্ন :::: এখন এই শুধু কসম বলার কারনে কি আমার সেই কাজ গুলো করতে হবে? আর না করলে কাফফারা দিতে হবে?
*** একটা ছেলের সাথে রিলেশন ছিল। সেটা এখন নাই। আমি তার সাথেই এমন কসম করে কিছু বলেছিলাম কিনা মনে পরে না। কিন্তু যেহেতু অনেক কসম বলতাম এক সময়। তাই ধরে নিলাম কসম করে তাকে বলেছিলাম যে বিয়ে করবো। বা সে বলেছিলো আমাকে বিয়ে করবে। বর্তাতানে সেই ছেলে অন্য জায়গায় বিবাহিত। অনেক বছর কোনো যোগাযোগ নাই। আর আমিও অন্য এক জায়গায় বিবাহিত।
প্রশ্ন::::: এখন কসমের কাফফারা না দেয়ার কারনে কি আমার বর্তমান বিবাহিত জীবন বৈধ হবে? কসমের কাফফারা দেয়ার বা না দেয়ার সাথে বিয়ে বৈধ হওয়া না হওয়ার কোনো সম্পর্ক আছে যেহেতু সেই ছেলেকে বিয়ে করা নিয়ে কসম ছিল ?