আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লহ
১)স্বামী, স্ত্রী কে তালাকের অধিকার দেয় নি। কিন্তু পরবর্তী তে স্ত্রী বার বার জিগ্যেস করে শিওর হতে চায় অধিকার দিয়েছে কি না তখন স্বামী বলে ফেলে যদি তালাকের অধিকার দিয়ে থাকি তাহলে তা উঠিয়ে নিলাম।
স্বামীর এমন বলাতে কোনো সমস্যা হবে কি?
২) স্বামী যদি অধিকার দিয়ে পরে বলে অধিকার দেই নি বা অধিকার উঠিয়ে নিলাম তাহলে স্ত্রী কি পরে তালাকের অধিকার পাবে?
৪) মেয়েরা নিজে নিজে একা নির্জনে তালাক নিতে পারে নাকি সাক্ষী রেখে নিতে হয়?
৫) উপরের এসব লেখাতে কি কোনো সমস্যা হবে? মানে মেয়েদের ও কি লেখার দ্বারা তালাক হয় কি?