আসসালামু আলাইকুম শাইখ
গতকাল সোশ্যাল মিডিয়ার থ্রো তে একটি দারুন ওয়েবসাইটের সন্ধান পেলাম, "cashrin.com" - যার মাধ্যমে জরুরী প্রয়োজনে কয়েক মুহূর্তেই খুব সহজে ঋণ নেয়া যায়। এটা বেশ দারুন ব্যাপার।
তবে সমস্যা বাঁধে অন্য জায়গায়। উনারা ঋণ প্রদানের সময় ৩% করে সম্ভবত ইন্টারেস্ট (সুদ) যুক্ত করে দেন, মানে টাকা ফেরত দেয়ার সময় সুদ সহ ফেরত দিতে হবে। এরকম ব্যাপার।
নাউজুবিল্লাহ! সুদি লেনদেনের তো প্রশ্নই উঠে না। আল্লাহ্ আমাদের রহম করুন। এখন ধরুন কেউ এমন কঠিন সমস্যায় পতিত হলো যে কোনোভাবেই কারও কাছে টাকা ঋণ পাচ্ছেন না, আর দ্রুততম সময়ের মধ্যে টাকা ম্যানেজ না হলে উনি সামাজিকভাবে হেনস্তা হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে, বা মানসম্মানে টানাপোড়ন আসা একরকম নিশ্চিত বলা যায় এবং উনি ক্ষতির সম্মুখীন হবেন— এরকম পরিস্থিতি। তাই উক্ত ব্যক্তি একরকম বাধ্য হয়ে কোথাও ঋণ না পেয়ে যদি এমন ওয়েবসাইট থেকে স্বল্প সুদ সহ ঋণ গ্রহণ করেন (*অবশ্যই সুদ হারাম জেনে এবং সুদের প্রতি ঘৃণা রেখে*)— তাহলে এরকম পরিস্থিতিতে স্বল্প সুদ সহ ঋণ গ্রহণ কি ব্যক্তির জন্য জায়েজ হতে পারে ???
এ ব্যাপারে শরঈ নির্দেশনা জানতে চাচ্ছি, কুরআন-সুন্নাহ্ ও ফিকহের আলোকে...........