আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ। কোন বিবাহিত মহিলা যদি দেখে স্বপ্নে তার আবার বিয়ে হবে তার স্বামীর সাথে।সে জানে না তাকে সারপ্রাইজ দিছে পার্লারে সাজাতে নিয়ে গেছে তাও বাড়ীর পাশে।সে এসবের কিছু আগে থেকে জানত না।সে খুব খুশী এমন দেখলে কি হয়?আর কিছু না।তাও ফজরের নামাজের পর ঘুমাতে যাওয়ার পর।বিস্তারিত না বলে শুধু এতটুকু বললাম।মহিলাটা ওয়াসওয়াসায় আক্রান্ত সবসময় চিন্তিত থাকে।