আসসালামু আলাইকুম উস্তাদ,
পড়ালেখাকে সহজ করতে ভিডিও এনিমেশন তৈরি করা হয়। সেখানে মানুষের কার্টুন তৈরী করে হাত পা নাড়িয়ে পড়াগুলো বুঝিয়ে দেওয়া হয়। এটার উদ্দেশ্য থাকে বাচ্চারা যেনো সহজে শিখতে পারে ।তবে এগুলো প্রিন্ট হবেনা।। এটি শরিয়ার দৃষ্টিতে কোনো সমস্যা আছে কিনা জানাবেন উস্তাদ। উল্লেখ্য, আমি ভিডিও এডিটর হিসেবে এক এডুকেশন কম্পানিতে জব করি। সেখানে ক্যারেক্টার এনিমেশন করে পড়ালেখাকে সহজে ভিডিও এর মাধ্যমে দেখানো হয়।