আসসালামু আলাইকুম
এক বোনের স্বামী এনটিআরসিএ নিয়োগের মাধ্যমে জুনিয়র হাই স্কুলে চাকরি হয়। কিন্তু বোনটির সহশিক্ষা প্রতিষ্ঠানের পছন্দ নয়। এদিকে তার স্বামী এর ইচ্ছা পড়ানোর উচিলাতে দ্বীন শিক্ষা দিবেন। নজর হেফাজত শর্তে ভাইটি চাকরি করছেন। বোনটি মেনেও নিয়েছে । কিন্তু ভাইটি ক্লাস এইট এ ক্লাসটেস্ট পরীক্ষা নিয়ে একজন ছেলে ও একজন মেয়েক মার্কসের ওপর নির্ভর করে বই উপহার দেন। যেটা বোনটির পছন্দ নয়। উনার স্বামী কোনো মেয়েকে উপহার দিবেন এটা তার গাইরোতে লাগছে। উনি চান বই দিলে কোনো একজনকে নির্দিষ্ট করে নয় দিলে সবাইকেই দিবে। ভাইটির এমন আচরণে বোনটি মানসিক পীড়ায় আছেন।
এখানে আরও একটি বিষয় হলো ভাইটি তার স্ত্রীর ব্যাপারে আগ্রহী নয় আবার খারাপ ব্যবহারও করেননা। মুখে বলেন ভালবাসি কিন্তু আচরণে এমন কিছু প্রকাশ পায়না। স্ত্রীকে কখনও উপহার দেয়াতো দুর স্ত্রীর কোনকিছুর প্রয়োজন হলে ইমপালস কন্ট্রোল করতে বলেন। দিবেনা এমন বলেনা। কিন্তু উনার কোনো প্রয়োজন বা তার বন্ধু আত্মীয়স্বজনকে দেয়ার বেলায় সথে সাথএ সেই কাজটি করেন। যেমন সন্তানের + বউয়ের ওষুধ লাগবে। বউ শামীর টাকার সংকট ভেবে নিজের ওষুধ খাওয়া বাদ দিছে চাহিদা করেনা। কিন্তু সামি এদিকে স্টুডেন্টদের জন্য অনেক টাকার বই কিনেছে উপহার দিবে বলে।
বোনটি মাঝে মাঝে অভিমান করে কথা বলেনা সমীর সাথে কিন্তু উনার স্বামী রাগ ভাঙ্গানোর চেষ্টাও কোনোদিন করেননি। চুপ থাকেন। বোনটি একাই কান্না করে করে আল্লাহকে সব ঠিক করে দিতে বলে আবার মিটিয়ে নেন। এভাবেই চলছে । তারা ২ জনেই দীনদার আলহামদুলিল্লাহ। কিন্তু স্ত্রীর ব্যাপারে ভাইটি সুন্নত পালনে গাফিলতি করেন। উনি স্বীকার করেন কিন্তু মানার চেষ্টা করেননা।
১।বোনটির করণীয় কি উস্তায? বোনটি দিন দিন খিট খিটে হয় গিয়েছে। স্বামী সাথে বহুবার খোলামেলা কথা বললেও স্বামী একইরকম।
২। স্কুলের বিষয়টি কি স্বামী যেটা করছেন সেভাবেই ঠিক করছেন? স্ত্রী কি এটা নিয়ে আপত্তি করা ঠিক হচ্ছেনা? স্ত্রী এসব বিষয় নিয়ে কিভাবে স্বামী কে বোঝাবে বা নিজেকে বুঝিয়ে শান্ত করবেন? বোনটি অস্থিরতায় আছেন। উনি শান্ত হতে চাচ্ছেন। জিকির দরুদ পড়ছেন