ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মান্নত করার পর মান্নতকে পূর্ণ করা ওয়াজিব। মেয়ের বিয়ে হওয়ার পূর্ব পর্যন্ত রোযা রাখার মান্নত করলে, তখন মেয়ের বিয়ে হওয়ার পূর্ব পর্যন্ত রোযা রাখা ওয়াজিব। হায়েযের দিন সমূহ ও রমজান মাস ব্যতিত। পরবর্তীতে হায়েযের দিন সমূহের রোযা কাযা আদায় করতে হবে। সাধারণত ফিদয়া দিলে হবে না। বরং রোযাই রাখতে হবে। অসুস্থতার দরুণ রোযা রাখতে অপারগ হলে, তখন ফিদয়া দেয়া যাবে।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কেউ যদি এমন নিয়ত করে যে "আমি আমার অমুক দোয়া কবুল না হওয়ার পর্যন্ত সবসময় নফল রোজা রাখবো লাগাতার।" সেক্ষেত্রে তার উপর রোজা রাখা ওয়াজিব হয়ে যাবে। সামর্থ্য থাকাবস্থায় রোযাই রাখতে হবে। সামর্থ্য না থাকলে তখন ফিদয়া আদায় করতে হবে।
إذا نذر أن یصوم کذا ما عاش ثم کبر وضعف عن الصوم یطعم مکان کل یوم مسکینا الخ (المحیط البرہانی: 2/405، الباب السادس عشر فی صدقة الفطر)۔
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
রোযার মান্নত করার পর ক্ষেত্রভেদে রোযা রাখা এবং রোযার কাফফারা উভয়টির এখতিয়ার থাকলেও প্রশ্নের বিবরণমতে রোযাই রাখতে হবে। ফিদয়া বা কাফফারা দিলে হবে না।